চাঁপাই নবাবগঞ্জের নাচোলে রাজশাহী-রহনপুর কমিুটার ট্রেনের ধাক্কায় একটি পাওয়ার টিলার খন্ড বিখন্ড হয়েছে।গোলাবাড়ি রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।ট্রেনটি রাজশাহী থেকে রহনপুর যাচ্ছিল।স্থানীয় সুত্রে জানা যায় গোলাবারড়ি স্টেশনের কাছের রাস্তা দিয়ে একটি ইটবোঝাই পাওয়ার টিলার পার হচ্ছিল।ট্রেন দেখেও চালক টিলার পার করতে মরিয়া ছিল।ট্রেন কাছে চলে আসলে চালক পাওয়ার টিলার ছেড়ে পালিয়ে যায় ফলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারটি খন্ড বিখন্ড হয়।
এতে ট্রেনের ইঞ্জিনও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।পরে ট্রেনটি গোলাবাড়ি স্টেশন থেকে কিছু দুরে গিয়ে থামে ও শত শত যাত্রি গাড়ি থেকে নেমে অটো,ভ্যন,সিএনজিতে করে রহনপুর যায়। লোকজনের এমন বেপরোয়া মনোভাবের কারনে অনেক সময় ঘটছে ভয়াবহ দূর্ঘটনা
.png)
.png)









0 Comments