Ticker

6/recent/ticker-posts

নাচোলে ট্রাক ভ্যন সংঘর্ষে নিহত ১ আহত ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক ডিম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার নেজামপুর ইউপির মরাফেলা গ্রামের বিশারদ আলীর ছেলে মজিবুর রহমান(৪৮)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার জোনাকিপাড়া মোড়ে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

পুুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বাসস্ট্যান্ড থেকে ডিম ব্যবসায়ী মজিবুর ভ্যানযোগে নেজামপুর মরাফেলা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভ্যানটি জোনাকিপাড়া মোড়ে পৌঁছিলে আমনুরা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো- ট-১৪-৩১১২) একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে মজিবুর রহমান ও অপর একজন গুরুতর আহত হলে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাঃ মজিবুর রহমান কে মৃত ঘোষণা করে এবং অপর একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রামেকে রেফার্ড করেন। 

নাচোল থানার ওসি মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে

Post a Comment

0 Comments