চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককির্ত্তি ইউনিয়নের নামোটলা গ্রামের মোঃ হুসের আলির ছেলে মোঃ আলি হাসান (মারফত) নামের এক ছেলে শিশুর লাশ উদ্ধার করছে পুলিশ! লাশটি পাওয়া যায় কানসাট থেকে চৌডালা রাস্তা মাঝামাঝি বুড়িপুকুড়ে পাশে।
জানা যায় শিশুটিকে ৫জন মিলে খু/ন করেছে। তাদের মধ্যে ৩জন পুলিশের কাছে আটক আর ২ জন পলাতক বলে জানা যায়।
গত ১০/১০/২০২২ তাং সকাল ১১ টার সময় থেকে ভ্যান সহ ছেলেটি নিখোঁজ ছিল। ছেলেটির নাম আলি হাসান মারফত। পিতা মোঃ হোসেন আলি। তার গ্রামের নাম পিরোনটোলা, ইউনিয়ন চককির্তি, ওয়ার্ড নংঃ ০৩, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
আজ ১৩/১০/২০২২ তাং সকালে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের পুষ্কনি এলকায় ছেলেটির অর্ধগলিত মরদেহটি পুলিশ উদ্ধার করে। ভ্যানটি ডাকাতি করতেই শিশুটিকে হ/ত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।চাঁপাই নবাবগঞ্জে বেড়েছে চুরির ঘটনা সেইসাথে এই ঘটনা জনমনে উদ্বেগ বাড়াচ্ছে
.png)
.png)









0 Comments