Ticker

6/recent/ticker-posts

নাচোলে দিন দুপুরে অটো ছিনতাই

নাচোলে দুধর্ষভাবে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।নাচোলের সোনাইচন্ডি থেকে ধানসুরা যাওয়ার রাস্তায় এ ঘটনা ঘটে।এই ঘটনার ভুক্তভোগি কসবা ইউপির রামপুরা গ্রামের জমসেদ আলীর ছেলে অটোচালক  উজ্জল(১৫)।পারিবারিক সুত্রে জানা যায় দুপুরে ইউপির কুজামোড় থেকে সোনাইচন্ডি যাওয়ার উদ্দেশ্যে ৩ জন লোক তার অটোতে উঠে।সোনাইচন্ডি পৌছিলে তারা সেখানে না নেমে উজ্জলকে অনুরোধ করে ধানসুরার উদ্দেশ্যে যাত্রা করে।ধানসুরার কাছাকাছি পৌছিলে ছিনতাইকারিরা উজ্জলকে অজ্ঞন করে অটো নিয়ে পালিয়ে যায়।অটোটির পেছনে বাশরি অটো জলিল লেখা আছে ও মোবাইল নম্বর দেয়া আছে।অটোটির মূল্য ১ লাখেরও বেশি।

Post a Comment

0 Comments