Ticker

6/recent/ticker-posts

নাচোলে বাস থেকে পড়ে কন্টাকটর নিহত

চাঁপাই নবাবগঞ্জের নাচোলে বাস থেকে পড়ে এক কন্টাকটারে মৃত্যু হয়েছে।শুক্রবার ২১/১/২০২২ সকালে কার্তিকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান দিগন্ত এক্সপ্রেস বাসের কন্টাকটার বাসথেকে পিছলে পড়ে যান।তখন তাকে উদ্ধার করে আমনুরার একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।তিনি নাচোল পাইলট স্কুলপাড়ার গুধার ছেলে আশিফ।স্থানীয় কন্ঠশিল্পি হিসাবে তিনি বিখ্যাত ছিলেন।তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Post a Comment

0 Comments