চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা আক্রান্ত
দুইজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে তাদের
মৃত্যু হয়।
মৃত্যু ব্যক্তিদ্বয়- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার
দাউদপুর এলাকার কাজী আতাউর রহমান (৫৩)
ও শিবগঞ্জ উপজেলার দোড়াপাখিয়া
গ্রামের মৃত আলাউদ্দীনের স্ত্রী রাবেয়া
বেগম (৬৫)।
রামেক হাসপাতাল সুত্রে জানা যায়, মৃত
আতাউর রহমান শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা
সাড়ে ৬টায় করোনা পজিটিভ নিয়ে (জ্বর ও
শ্বাসকষ্ট জনিত সমস্যা) রামেক
হাসপাতালের করোনা ওয়ার্ডের
আইসিইউতে ভর্তি হন এবং সেখানে
চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টায় তার মৃত্যু
হয়।
আতাউরের মৃত্যু সনদে মৃত্যুর কারন হিসেবে
acute mi, Hypertension, obesity, এবং covid-19
positive উল্লেখ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে স্বাস্থ্যবিধি
মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে
মৃত ২ জনের দাফন সম্পন্ন করা হয়েছে বলে
জানান সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল
চৌধুরী।
.png)
.png)









0 Comments